৫ দিনের পাওয়ারফুল সাকসেস এন্ড মেডিটেশন বুট ক্যাম্প

মাত্র ৩০০/- টাকা
Image Icon

৫ দিনের পাওয়ারফুল সাকসেস এন্ড মেডিটেশন বুট ক্যাম্প

এই প্রথম বাংলাতে

স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন , শারিরীক সমস্যা , রিলেশনশিপ মানি ও ক্যারিয়ার এর সমস্যা থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পান।

এই প্রথম বাংলাতে

Hero Image

এই সুবর্ণ সুযোগ মিস করবেন না

5 days workshop
Friday to Tuesday
Date 2025-01-17 to 2025-01-21
07:00 PM to 08:00 PM

offer ends in

Days

Hours

Minutes

Seconds

আপনি কি এই সমস্যাগুলির সাথে লড়াই করছেন?

Are you struggling with these issues?

content
content

উপরের সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য তৈরি করা হয়েছে  "৫ দিনের পাওয়ারফুল সাকসেস এন্ড মেডিটেশন বুট ক্যাম্প  "
 

১. কন্সীয়াস মাইন্ড কী ? এবং বিস্তারিত তথ্য জানুন। 

২. ১৫ মিনিটের  Breathing মেডিটেশন ।
 

Day 1

১. সাব কন্সীয়াস মাইন্ড কী? এবং কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করে তার বিস্তারিত তথ্য জানুন। 

২. ১৫ মিনিটের Mindfulness মেডিটেশন।
 

Day 2

১. মাইন্ড এর ৫ টি স্টেট ( আলফা, বিটা, গামা, থিটা ও ডেল্টা) সমন্ধে বিস্তারিত তথ্য জানুন।

২. ১৫ মিনিটের Past Painful Memory থেকে রিলিফ মেডিটেশন।
 

Day 3

১. Law of Attraction (আকর্ষণ এর নিয়ম)।

২. Goal Achievement মেডিটেশন।
 

Day 4

১. দ্যা সিক্রেট অফ কনফিডেন্স ( Boost Your Confidence)
 

Day 5

ব্রহ্ম মুহূর্তের উপকারিতা?

  • মানসিক শান্তি: ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক অনুশীলন করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে |
  • একাগ্রতা বৃদ্ধি: এই সময়ে মন একাগ্র থাকে এবং কাজে মনোযোগ বৃদ্ধি পায়।
  • স্মৃতিশক্তি বৃদ্ধি: ব্রহ্ম মুহূর্তে জ্ঞান অর্জনের জন্য শুভ ।
  • আত্মবিশ্বাস বৃদ্ধি: লক্ষ্য নির্ধারণ এবং আধ্যাত্মিক অনুশীলন আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে।
  • স্বাস্থ্যের উন্নতি: ব্রহ্ম মুহূর্তে প্রাণায়াম করলে শরীর ও মন সুস্থ থাকে।

এই মেডিটেশন বুট ক্যাম্প থেকে আপনি কিভাবে উপকৃত হবেন।

yoga

ব্রহ্ম মুহূর্তে আপনি যা করতে পারেন

মেডিটেশন : এই শান্ত ও পবিত্র মুহূর্তে মেডিটেশন আপনার মন ও আত্মাকে শুদ্ধ করে এবং আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তির সাথে যোগ স্থাপন করে।


লক্ষ্য নির্ধারণ: এই শান্ত ও স্থির মনে আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে চিন্তা করা এবং সেগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত কার্যকরী।

কৃতজ্ঞতা প্রকাশ: আপনার জীবনের সকল ভালো দিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ইতিবাচক চিন্তাভাবনায় মন নিবদ্ধ করা ব্রহ্ম মুহূর্তের আরেকটি সুফল।

উপরের সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য তৈরি করা হয়েছে  "৫ দিনের পাওয়ারফুল সাকসেস এন্ড মেডিটেশন বুট ক্যাম্প"
 

content
content

BONUS
 

content

# BONUS 1

1 TO 1 Team Support

content

#Bonus2

Life Time VIP Telegram Access

content

#Bonus 3

Q & A Session

content

Premium E-BOOK

Grow with Safal Brain

What do our participants say

Sheuli Banerjee

স্যার আজকে আপনার জন্যই সম্ভব হয়েছে আমার past life কে দেখতে পাওয়া।এটাও কোনোদিন সম্ভব হবে আপনার ক্লাস না করলে জানতেও পারতাম না।এক অসাধারণ অনুভূতি আগের জন্মের নিজেকে দেখতে পাওয়া এবং সেখান থেকে present life এ আসা প্রবলেম গুলো থেকে নিজেকে বের করে আনা। Thank you SIR🙏 Thank you UNIVERSE 🙏 Thank you GOD🙏

Image Description

Sudipta Sengupta

স্যার আজকে যে মেডিটেশন টা আপনি করালেন, এক কথায় অনবদ্য। আমার কাছে কোনো ভাষা নেই. আমরা আজকে ৬ থেকে ৭ ঘন্টার ঘুম ৩০ থেকে ৩৫ মিনিটে কভার করে নিয়েছি। যতগুলো আপনি মেডিটেশন ক্লাস করাচ্ছেন সব গুলো করার পর আমি এনার্জেটিক ফিল করছি। সত্যিই স্যার আপনি মহান, আমাদের কাছে ভগবানের তুল্য একজন মানুষ . আমার দুটো ক্লাস করার পরই ১০০ শতাংশ পয়সা উসুল হয়ে গেছে। আপনাকে পেয়ে আমরা ধন্য। আমার মানুষ হয়ে জন্মানোটা সার্থক হয়েছে আপনাকে পেয়ে। সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। ধন্যবাদ জ্ঞাপন করছি সফল ব্রেইন পরিবারকেও। ধন্যবাদ জ্ঞাপন করছি বিশ্বব্ৰহ্মআন্ডকেও যে আপনার মতো একজন মহান মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই আমি আমার জীবনের শেষ নিঃশাস পর্যন্ত সফল ব্রেইন পরিবারের সাথে যুক্ত থাকতে চাই.

Image Description

Supali Singha

স্যার আজকে বুঝতে পারলাম খুব ভালো করে ফ্রীল করলাম যে স্বয়ং ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে আছেন।আর নিজের আত্মবিশ্বাস আমার অনেক বেড়ে গেছে। এখন সবসময় মনে হচ্ছে ঈশ্বর যখন স্বয়ং আমার সঙ্গে আছে তখন আবার ভয় কিসের। সত্যি বলতে স্যার আজকে ক্লাস করে ভয় কে জয় করতে শিখলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Image Description

Nandita Mitra

Sir many many thanks apnake and safal brai team k. Aj meditation karar age ektu asustho feel korchhilam. Akhon puro energetic and fresh lagchhe. Apnader meditetion karar tecnic khub bhalo and different and believe ekhan theke sabai nijeke natun ( new born) pabe. Ami ei class join karar age anxiety and lake of decision a lchhilam. Sekhan theke beriea aste perechhi. Thank you sir Thank you God Thank you universe🙏🙏🙏

Image Description

Abdul Kabir

স্যার সকালে ঘুম থেকে উঠে ই আপনার গাইডে মেডিটেশন করলে খুব ভালো লাগে আর আপনি যেভাবে গাইড করেন তা অতুলনীয় বলার ভাষা থাকেনা অসাধারণ। আজকের সকালের থটলেস মেডিটেশন করে এখন দুপুর পর্যন্ত ও অন্যান্য বিভিন্ন ধরনের চিন্তা আসেনি খুব ভালো লাগছে স্যার ধন্যবাদ আপনাকে অবশ্যই সম্পূর্ণ সফল ব্রেইন টিমকে

Image Description

Ujjal Roy

দীর্ঘদিন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন চিন্তা আমাদের মনে যেভাবে আসছে তাতে আমরা আমাদের লক্ষে পৌঁছনও ভীষণ অসাধ্যকর হয়ে দাঁড়িয়েছে,,হয়তো কোনো কোনো সময় এই চিন্তা গুলো আমাদের জীবনের বিষাদগ্রস্থ দিকটাকে প্রভাবিত করছে যা আমাদের জন্য এবং আমাদের Brain এর জন্য খুবই খারাপ ,,,তবে আমাদের এটাকে Control করতে হবে ।আর এই control কিভাবে করবো আমাদের শরীর মন মাথা কতটা শান্তি পাচ্ছে শান্ত হয়ে তা Succes Brain Class এ না এলে জানতামনা,,,,অসাধারণ কিছু প্রক্রিয়ায় দারুণভাবে মন মাথা দুই শান্ত হয়েছে,,,মনে হচ্ছিলো এই জগতের বাইরে চলে যাচ্ছি যেখানে নেই কোনো চিন্তা ,,নেই কোনো দুশ্চিন্তাও রয়েছে কেবল Relax Relax Relax.......এভাবে এগিয়ে যেতে থাকলে আমরা Safal Brain এর হাত ধরে লক্ষে পৌঁছে যাবো।।। ❤❤✅✅ এতো ভালো কিছু পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার।।।অসখং ধন্যবাদ SAFAL BRAIN নিঃসংকোচে বলতে পারি দারুন উপকৃত হলাম এবং এই প্রক্রিয়া চালিয়ে যাবো নিজেকে পরিবর্তন করতে* 🙏😇🙂

Image Description

শীর্ষেন্দু সরকার

আমি শীর্ষেন্দু সরকার আজকে আমি সফল ব্রেইন এর ক্লাস প্রথম বার করলাম।খুব ভালো লাগলো,thoughts গুলো কে নিয়ন্ত্রন করা কিছুটা শিখলাম।এই ক্লাস প্রত্যেক টা মানুষের করা প্রযোজন।আমি আপনাদের প্রত্যেকটা ক্লাস করতে চাই। ধন্যবাদ সফল ব্রেইন এবং স্যার এবং টিম।

Image Description

Rupali Sengupta

Aj morning ta sotti khub valo katlo r safol brain 🧠 k ashonko dhanyabad 🙏 j eto sundor class ajker din a koranor jonno. Actually brain r mind ki r koto ta alada aj e bujhlam thanku debabrata sir eto sundor kore bojhanor jonno r meditation ta asam laglo puro brain r body relax r hulka lagchelo jokhon korchelam meditation ta, thanku sir 😊 & thanku God 🙏🙏

Image Description

Jayanta Samanta

যারা এখনো ক্লাস join হোন নি তাদের অনুরোধ করবো সকলে আসুন । আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম সমস্যা আছে । সেখান থেকে কি করবো কি করলে ভালো হবে সেটা আমরা খুঁজে পাই না। দেবব্রত বাবুর সাথে দুদিন ক্লাস করে আমি যেটা অনুভব করেছি আগামী প্রজন্মকে আলোর দিশা দেখাবে। আমরাও সমস্যা থেকে সঠিক রাস্তা খুঁজে পাবো।

Image Description

Putul Mukherjee

Good Morning Sir অসাধারণ ক্লাস।আমি নিজের মধ্যে থাকি না।পুরো শরীর হাল্কা হয়ে যায়।স্যার এই ক্লাস করে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি।আগে আমার অনেক চিন্তা ছিল।এখন কোনো চিন্তা নেই।মাথা সবসমই হালকা।আমি খুব ফ্রী।কথা বলে শেষ করা যাবে না,আমি এতটাই উপকৃত হয়েছি।তাই নতুন দের বলছি sir এর ক্লাস করুন আর নিজেকে পরিবর্তন করুন। Thank you Sir Thank you Team Members Thank You UNIVERS

Image Description

Dr. Subir Acharya

This is a mind blowing session to be grateful to our parents as well as to be respectful to them with forgiveness (if in any circumstances) and thus nurture the unique, selfless and sacred bonding with our most familiar personified god and goddess of blood and flesh... Thank you for facilitating this opportunity to address father and mother.

Image Description

Subhajyoti

মেডিটেশন করার চেষ্টা করেছি কিন্তু এতো হাতে ধরে অনুপ্রাণিত করে মেডিটেশনের পথ দেখিয়ে দিলেন মাইতি স্যার অনেক উপকৃত হলাম।এবার এটাকে নিয়মিত করাই অভ্যাস গঠন করার চেষ্টায় আছি। আর মাইতি স্যার এর প্রত্যেক টা কথা ই তো অমূল্য সম্পদ, কোনটা বাদ দিয়ে কোনটা বলি। তাই চাই একটু সময় বার করে ক্লাস এ যুক্ত হতে।আপনারা ও দেখতে পারেন, খরচ খুব ই নূন্যতম।ক্লাস এ যুক্ত না হলে এগুলো অনুধাবন করানো কঠিন।সবাই খুব ভালো থাকুন।ধন্যবাদ টিম সফল ব্রেন এবং মাইতি স্যার কে।।

Image Description

Rajat

সমস্যা জীবন প্রবাহ থেকে তৈরী হয়। সমস্যা আমাদের দ্বারাই তৈরী হয়। অতএব সমাধানের উপায় এই জীবন প্রবাহে মিশে আছে। প্রয়োজন কেবল পরিত্রাণের কৌশল আয়ত্ত্ব করা। জীবন প্রবাহের নানা আবর্তনে অনেক সময় শিক্ষকের আগমন ঘটে, যিনি জীবনের মাঝে সমস্যা তৈরীর কারখানার সন্ধান জানেন। তাঁর নিকট কারখানার 🔑 থাকে, অর্থাৎ কৌশল জানা আছে। (হতে পারে তিনিও এক সময় এমনভাবে কারোর কাছে কৌশল জেনে নিজেকে আজ সফলতার শীর্ষে নিয়ে গেছেন। ) তাই আজকের ক্লাসের মধ্যে আমাদের স্যার যা দিলেন, আগামী দিনে প্রতি ঘরে ঘরে এর চর্চা হবে। আমি আন্তরিক ভাবে উপকৃত। আপনারাও আসুন। 🙏

Image Description

Dibendu Kabi

আজকের এই সুন্দর সকালে একটা সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর সামাজিক সুস্থ চিন্তাভাবনা বিভিন্ন সমাজের মানুষের মধ্যে দান করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আপনাকে হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। স্যার আজকের দিনে ক্লাসে যা যা হলো এবং আপনি যা যা সুন্দর মহামূল্যবান পরামর্শ দিলেন যদি আমাদের সমস্ত শুভাকাঙ্খীগণ সত্যিই নিয়ম মেনে ফলো করেন আপনাদের জীবনের যেকোনো চ্যালেঞ্জ কে পনারা কিছু সময়ের মধ্যে তার থেকে মুক্ত হতে পারবেন। আমি দিব্যেন্দু কবি আমি ক্যান্সার রুগী ছিলাম আজকের আমি সম্পূর্ণ সুস্থ মেডিটেশন এবং রুলস সাথে মেডিসিন নিয়ে আজকের আমি নবজীবন পেয়েছি আপনারা ও করুন আপনারা ও পারবেন ১০০% সবই সম্ভব হাঁ আপনি পারবেন। আজকে দিনে যা অমূল্য সবই সুস্থ ও সুন্দর থাকুন আর স্যার এর এই সুন্দর প্রোগ্র্যাম য়ে থেকে আপনার ভেতরের দুর্বলতা ও নেগেটিভ কে আপনি পজিটিভ করুন ইতি দিব্যেন্দু কবি 🙏🌹🎯

Image Description

Nilanjana

আজকের ক্লাস অসাধারণ ছিল,অনেক খুঁজেছি সমাধান,কিন্তু স্যারের মতন করে কেউ সমাধান দেননি,আমি যে রহস্য জানতামনা তা আজকের ক্লাসে জেনেছি,আর মেডিটেশন পর্ব অপূর্ব ছিল,আমি আগেও মেডিটেশন করতাম,কিন্তু এমন অনুভূতি হয় নি...যখন স্যার বলছিলেন,হাতকে মুষ্টিবদ্ধ করে হওয়ায় পাঞ্চ করতে আর বলতে আমি অমুক আমি কনফিডেন্ট...কি যে হচ্ছিল ভেতরে ঠিক বোঝাতে পারব না,...আর যখন চোখ খুললাম মনে হচ্ছিল আমি জগতের সবচেয়ে সুখী মানুষ,আমি সমস্ত কিছু করতে পারি,যা আমার কাছে আনন্দ দায়ক কিন্তু ভয়ের কারণে,সন্দেহের কারণে আমি করতে পারিনি...আমি সমস্ত কিছুই পেয়ে গেছি যা কিছু আমার প্রয়োজন,এরকম আনন্দের অনুভব হচ্ছে.... আমার মত মানুষ কে বেঁচেথাকার রসদ যোগাচ্ছেন..আমি সব সময় মরে যাবার চিন্তা করতাম,এবং অনেকবার মরতে গেছি,আহত হয়েছি...এই দুই দিনের আশার আলো দেখতে পাচ্ছি,ইউনিভার্স যেন ,সমস্ত ভালো মানুষদের ইচ্ছেগুলো পূরণ করে দেন...সকলে আনন্দে থাকুক,সুস্থ থাকুক...ধন্যবাদ...আর এই টিম,আর স্যার আমার কাছে ঈশ্বরের দূত হয়ে এসেছেন...সমস্ত সমস্যায় থাকা মানুষদের উচিত এই ক্লাস করা

Image Description

Tapas Roy

অসাধারণ অনুভূতি sir তবে আজকের ক্লাস করে যে কি আনন্দিত তা আমিই জানি। একটা মেডিটেশন ক্লাস যে সারা জীবনের সফলতার শিখরে পৌঁছে দিতে পারে তা জানা ছিলো না। আর সেই আনন্দে চোখ ভিজে গেল। সত্যি এর জন্য ধন্যবাদ আপনাকে এবং সফল ব্রেইন এর সকল সদস্য কে অনেক ধন্যবাদ।

Image Description

Eti Mithila

স্যার আসসালামু আলাইকুম আমি একটু কথা বলি আমি ছোটবেলায় এতো ঘুমাতাম যে মা বাবা ডাকতেন স্কুলে যেতে শুনতাম না শেষে, তারপর না খেয়ে স্কুলে যেতাম আর বাবা খুব রাগ করতেন।☺ কিন্তু বাবা চলে যাওয়ার পর ঘুম যে কোথায় গেলো খুজেই পাইনি এতো বছর😰। কিন্তু Zero Thought Meditation যেদিন করালেন ১৫/০২/২০২৪ সেদিন থেকে আমি একবার ঘুমালে আর উঠতে পারিনা, এমনকি নামাজটাও পড়তে পারছিনা😇 আমার বালিশের পাশে ২টা মোবাইলে ১০ বার Alarm দেয়া কখন যে বাজে আর কখন যে বন্ধ হয় টেরই পাইনা।🥳 সামর্থ্য থাকলে আমি আপনার সবগুলো কোর্স করতাম কিন্তু সেটা তো আমার দ্বারা সম্ভব না স্যার👏😭👏 স্যার যদি আপনি আমার দেশে থাকলে আমি সারাজীবন আপনার ওখানে গিয়ে পরে থাকতাম আপনি যা বলতেন আমি তাই করতাম তবুও ওখানেই আপনার কাছেই থাকতাম!🥰 স্যারআপনাকে ধন্যবাদ দিলে খুব কম হবে আমার মনে হয়, তাই শুধু একটাই কথা বলতে পারি "আল্লাহ" আপনার ভালো করুক🤲🤲 আপনি এইভাবে সবাইকে তার সুন্দর জীবন টা উপহার দিচ্ছেন আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশাটা ঠিক পূরণ করবেন! স্যার আমি জানিনা কার কেমন লাগে কিন্তু আপনার আপনার "কন্ঠ" এতো সুন্দর মাশাআল্লাহ যে আপনার কথা শুনলে শুধু মন দিয়ে শুনতেই মন চায়, আর যখন শুনি এমন একটা অনুভূতি কাজ করে ভিতরে বলে বোঝাতে পারবোনা স্যার❤💜❤। স্যার আপনি যদি Motivational speech দেন সত্যি মানুষ আপনার কথা শুনলে তার অন্তর আত্মা তো শান্তি হবেই সেই সাথে আপনার কথা শুনতে শুনতে ঘুমিয়েই পড়বে💌

Image Description

Dipankar

Ami ja sikhlam ...jibone o vulte parbo na.... Free te eto kichu sikhte pabo jantam na.....sudhu valo Bolly choto Kara hobe bole mone kori ....ami sotti lucky j Maity sir sudhu sir mone holo na...uni bastabe ekjon guru bole mone korlam ..... Sotti wonderful... Sir khub valo laglo ..ami kalke 6.30 joint korbo ...valo thakben pase thakben ...ama ei j ekta class kore nijer constant mind ta change hoye gelo ....asadharon ....free te pabo ..satti katha bolte apnar ei free class amar engineering line o paini ...apnar guru dikhya sotti ami jogya noy bole mone kori.... Sundar r besi kichu bole choto korte chai na.... Thanks your support. Dipankar form contai Valo thakben 🙏🙏

Image Description

Paramananda Das

প্রথমে স্যার কে ধন্যবাদ জানাই আজ অনেক অজানা বিষয় সম্পর্কে জানলাম যেমন স্বাস্থ্য, সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, ব্যবসা, আভ্যন্তরীণ জীবন সম্বন্ধে নিজের অবস্থান কোথায় দাঁড়িয়ে আছি ,সচেতন মন ও অবচেতন মন সম্বন্ধে কিছু টা ধারণা হলো , সচেতন মন অবচেতন মনের বিভিন্ন কাজ আমাদের জীবন চক্র কিভাবে কাজ , স্যারের ব্যাখ্যা স্যারের বোঝানোর ধরণ খুব মনে ধরেছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রণাম ।🙏🙏

Image Description

Dipa Mitra

I love Safal Brain. It's amazing how they are giving us so much in these few days. We are learning so many life hacks. We are learning how not to give up, how to disappear from our bad thoughts, how to be positive, and how to properly use the law of attraction with proper intention to get anything we want. They are teaching us how to be Confident, we are learning how to handle our children, and how to spend quality time with our children. This 4-day journey feels so long because we are learning a lot. I am so thankful to Safal brain. I am so thankful to our teacher Devabrata Maity sir for his passion, compassion, kindness, and love toward us. And finally, I am so thankful to the universe for bringing me in touch with safal brain. I offer my gratitude to our teacher Devabrata Maity sir and all team members of Safal Brain who made this possible and universe. 🙏❤

Image Description

Prasanjit

Safal brain is great 👍।এর আগে আমি এত কিছু জানতাম না।ব্রেইন এর মধ্যে এত কিছু ভাগ রয়েছে।স্যার কে অনেক অনেক ধন্যবাদ এত কিছু শেখানোর জন্য।তাই সবাইকে বলবো সফল ব্রেইন এ জয়েন করুন নিজের লাইফ কে চেঞ্জ করুন।ধন্যবাদ স্যার।thank you,

Image Description

Durga

অসাধারণ অভিজ্ঞতা। কত কিছু অজানা ছিল। প্রত্যেক দিন নিজের অজান্তে আমাদের সাথে কতো কিছু হয় সেটা আজ জানতে পারলাম। Nagativity কে ত্যাগ করার অমায়িক কৌশল আজ এই ক্লাস থেকে পেলাম। এই যেটা পেলাম মনের শান্তি। আমার অনুরোধ প্রত্যেকে এই ক্লাস গুলো করুন আর নিজেকে চিনুন জানুন । আমার বিশ্বাস যে আত্মবিশ্বাস আপনার প্রেমে পরবে।।

Image Description

Subrata Biswas

Sir এতো দিন জানতাম না ,conscious mind and sub conscious mind এর ক্ষমতা কতো আপনি এতো সুন্দর ভাবে বোঝালেন, যে আমরা এতো ক্ষমতার মালিক আমাদের ব্রেন , আমরা sir অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম , আপনি ভগবান sir ,

Image Description

Sumita Mishra

Jibaner life suru korar age erokom meditation kuv dorkar . Kono kichu kaj korte gele mind setup korte hoy sei mind setup korar ekta kuv valo jiga eai safal brain. Kuv valo laglo ajker topic and meditation. Ami sobsomoy thakbo eai safal brain er sathe.

Image Description

Mahua Jana

সুপ্রভাত জানিয়ে আজকের দেবব্রত স্যারের ক্লাসের ফিডব্যাক দিচ্ছি... 🙏 . দেবব্রত স্যার এবং সফল মেম্বারকে আমার আন্তরিক ভালবাসার ,শুভেচ্ছা জানাচ্ছি .কারণ তারা এত সুন্দর একটা ক্লাস এরেঞ্জ করেছেন 4 দিনের ফ্রী ক্লাস। যেখানে খরচা তো আছেই কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাদেরকে শেখানো হচ্ছে। আজকের তৃতীয় দিনের ক্লাসে জয়েন করে এটা আমার খুব অনুভূতি হয়েছে যে আজকে আমি শরীরের মধ্যে একটা ভাইব্রেশন আনতে পেরেছি। তাহলে আপনারা ভাবুন যে আমি তিন দিনের ক্লাসে যদি শরীরের মধ্যে একটা ভাইব্রেশন আনতে পারি তাহলে আমি আগামী আরো ক্লাস করলে কতটা নিজের মধ্যে চেঞ্জ আনতে পারি। আচ্ছা mainly ক্লাসে যেটা ছিল সেটা ল অফ অ্যাটাকশন। এটা আমি জানতাম না শুনেছিলাম। আজকে স্যারের ক্লাসে এবং সমস্ত তথ্য পেয়ে বুঝলাম প্রকৃতি আমাদের সব রকমেরই ক্ষমতা দিয়েছেন, শুধু আমরা সেগুলো কাজে লাগাতে পারি না .এবং সঠিক গাইডেন্স পাই না আজকে যখন সঠিক গাইডেন্স পেয়েছি এবং আমাদের দৈনিক কর্মকাণ্ডের মধ্যেই সবকিছুর সলিউশন লুকিয়ে আছে। দিনে চলাফেরা সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু আমাদেরকে ইঙ্গিত করে সেটা আমি এখান থেকে শিখেছি।দেবব্রত স্যারের আরেকটা আমার খুব ভালো লেগেছে এখানে ক্লাস শেষের পরে প্রত্যেককে তাদের সমস্যার কথা জিজ্ঞেস করা হয় এবং কে কোথায় কি প্রবলেম এ ভুগছেন সেটাও জিজ্ঞেস করা হয় আজকে আমি সেটা দেখলাম এক ভদ্রমহিলাকে উনি উনার চেস্টের পেন থেকে কিভাবে রিলিফ করলেন. তো আমি প্রচন্ডভাবে উৎসাহিত হয়েছি। মানে কি বলবো ভেবে পাচ্ছিনা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এতটাই ভাল লেগেছে যে সত্যি আমাদের মধ্যে সব রকম power আছে শুধুমাত্র সঠিক গাইডেন্স এর অভাবে আমরা জানতে পারি না আমাদের মধ্যে কি পাওয়ার আছে নতুনদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই জয়েন করো যারা ডিপ্রেশনে ভুগছে অবশ্যই তাদেরকে বলব একবার ক্লাস জয়েন করে দেখো কেমন লাগে. সবাইকে রিকোয়েস্ট রইল একবার হলেও ক্লাস জয়েন করে দেখুন আমি বলছি আপনাদের প্রবলেম অবশ্যই সলিউশন হবেই

Image Description

SIKHA GANGULY

যারা যারা এই ভিডিও টা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলব চোখ বন্ধ করে ওনার NlP ক্লাটা করুন তার পর দেখুন কি হয়, আমি শারীক ভাবে অনেক সমস্যায় ভুগছিলাম, যে সব রোগগুলো কোনোদিন যাবেনা বলে মানুষ ভাবে সেই রকম রোগ থেকে আমি মুক্তি পেয়েছি ওষুধ ছাড়া আমি এখন সুস্থ আমাকে আর ওষুধ নিতে হয় না |

Image Description
Mr. Debabrata Maity

Meet our Mentor

Mr. Debabrata Maity

(Meditation Coach, Life Coach, & NLP Expert)


Debabrata Maity, a visionary leader and renowned expert in the fields of Meditation, NLP, and life coaching, is the driving force behind Safari Brain. With a deep-rooted passion for personal transformation, Mr. Debabrata Maity has dedicated his life to empowering individuals to reach their full potential.
 

As the founder of Safari Brain, Mr. Debabrata Maity has developed a unique 5-day meditation challenge Bootcamp designed to foster mental clarity, peace, and personal growth. Through this immersive program, participants learn effective meditation techniques, gain valuable insights into NLP, and receive personalized guidance from Mr. Debabrata Maity and his team of experienced coaches.
 

Mr. Debabrata Maity's unwavering commitment to making a positive impact is evident in his ambitious goal of empowering 10 million people worldwide. By providing accessible and transformative tools, Safari Brain aims to create a ripple effect of positive change, inspiring individuals to lead more fulfilling and meaningful lives.
 

With his extensive knowledge and compassionate approach, Mr. Debabrata Maity is more than just a mentor; he is a catalyst for personal transformation. Join Safari Brain and embark on a journey of self-discovery and growth under the guidance of this exceptional leader.

এই সুবর্ণ সুযোগ মিস করবেন না

5 days workshop
Friday to Tuesday
Date 2025-01-17 to 2025-01-21
07:00 PM to 08:00 PM

offer ends in

Days

Hours

Minutes

Seconds

Copyright © 2024. All rights reserved Safalbrain.com. | Design & Developed By Treatweb.com